ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে কাভার্ড ভ্যানভর্তি ভারতীয় সুতাসহ চালক গ্রেপ্তার

সিরাজগঞ্জে কাভার্ড ভ্যানভর্তি ভারতীয় সুতাসহ চালক গ্রেপ্তার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া গ্রামে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানভর্তি ভারতীয় সুতাসহ চালক শুকুমার চন্দ্রকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। সে যশোরের মণিরামপুর উপজেলার মুজগুন্নি গ্রামের নারায়ণ চন্দ্রের ছেলে। বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে আনা বিভিন্ন ব্র্যান্ডের সুতাগুলো পোশাক কারখানায় সরবরাহ হওয়ার কথা।

একটি চক্র রাজস্ব ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন তাঁতশিল্প এলাকায় এসব সুতা বাজারজাত করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এদের সাথে তাঁতশিল্প সমৃদ্ধ বেলকুচির একটি চক্রও জড়িত রয়েছে। বুধবার রাতে চট্টগ্রাম থেকে আসা ভারতের সুতাভর্তি একটি কাভার্ড ভ্যান ওই উপজেলার তামাই যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানসহ ভারতের তৈরি এসটি গোল্ড ব্র্যান্ডের ৮১ কার্টন সুতা জব্দ করা হয় এবং ওই কাভার্ডভান চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত